ভারত কাঁপিয়ে বাংলাদেশে লারার দেশের ফুটবলার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৫ মে ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ১২ ম্যাচে ২৬ গোল বসুন্ধরা কিংসের। পয়েন্ট টেবিলে আবাহনীকে টপকে শীর্ষে থাকলেও গোলে তারা আছে পিছিয়ে। আবাহনীর গোল যে ২৮টি!

শীর্ষস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন হতে হলে বেশি বেশি গোল চাই বসুন্ধরা কিংসের। তাইতো স্প্যানিশ ডিফেন্ডার জর্জ গটর ব্লাসকে ছেড়ে দিয়ে বসুন্ধরা কিংসে কিনে এনেছে গোল মেশিন। যার নাম উইলিস প্লাজা।

ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্ট্রাইকার উইলিস ভারতের আই লিগের সর্বশেষ মৌসুমের সর্বাধিক গোলদাতা। চার্চিল ব্রাদার্সের জার্সি গালে আই লিগে ২০ ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ২১ গোল করেছেন ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার।

তিন মৌসুম ধরে ভারতীয় ঘরোয়া ফুটবলে খেলছেন উইলিস। ইস্টবেঙ্গল, মোহামেডান হয়ে চার্চিল ব্রাদার্সে। গোল করার দক্ষতায় তিনি ভারতের ফুটবলে আলো ছড়িয়েছেন। ভারত কাঁপিয়ে এবার তিনি এসেছেন বাংলাদেশে। লোনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব খেলবেন নবাগত দল বসুন্ধরা কিংসের জার্সি গায়ে। ২ মে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে তাকে নিবন্ধন করিয়েছে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ও লিগের শীর্ষে থাকা ক্লাবটি।

বসুন্ধরা কিংস মধ্যবর্তী দল বদলে ৩ জন ফুটবলার নিয়েছেন যার মধ্যে একমাত্র বিদেশি ব্রায়ান লারার দেশের এই ফুটবলার। স্থানীয় দুই ফুটবলারের একজন শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান ও মোহাম্মদ নুরুল করীম। যিনি খেলেছেন নেপালের ফ্রেন্ডস ক্লাবে।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।