শেষ মুহূর্তের গোলে আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ এএম, ০৫ মে ২০১৯

আক্ষরিক অর্থেই 'জমে ক্ষীর' হয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরটি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে যেখানে এরই মধ্যে জানা গিয়েছে চ্যাম্পিয়নদের নাম, সেখানে ৩৭ ম্যাচ শেষেও নিশ্চিত নয় ইপিএল চ্যাম্পিয়ন হবে কারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এ জয়ের পর ৩৭ ম্যাচশেষে ২৯ জয় ও ৭ ড্রতে ৯৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে লিভারপুল। শিরোপার দৌড়ে থাকা অন্য ক্লাব ম্যান সিটির ৩৬ ম্যাচে ৩০ জয় ও ২ ড্রতে রয়েছে ৯২ পয়েন্ট।

শনিবার নিউক্যাসলের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ১৩ মিনিটেই প্রথম গোল পায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের কর্নারে ভার্জিল ফন ডাইক হেডে এগিয়ে নেন লিভারপুলকে। তবে তারা এগিয়ে থাকতে পারে মাত্র ৭ মিনিট।

ম্যাচের ২০তম মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান আৎসুর গোলে সমতা ফেরায় নিউক্যাসল। ২৮তম মিনিটেই লিভারপুলকে ফের এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। এবার আলেক্সান্ডার-আরনল্ডের ক্রসে সাইড ভলিতে গোলটি করেন সালাহ।

২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে ফের সমতা ফেরায় নিউক্যাসল। ভেনিজুয়েলার ফরোয়ার্ড সলোমন রন্দনের বুলেট গতির শটে থমকে যায় লিভারপুল।

তাদের বিপদ আরও বেড়ে যায় ৬৯তম মিনিটে আঘাত পেয়ে মোহাম্মদ সালাহ মাঠ ছেড়ে চলে গেলে। তবে তার বদলি নেমে দলকে ম্যাচ জেতানো গোলটিই করেন ডিভক অরিগি। ৮৬তম মিনিটে জেরদান সাচিরির ফ্রি-কিকে হেডে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।