আগামী বছর এই ৬ দেশ নিয়েই বঙ্গমাতা গোল্ডকাপ!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৪ মে ২০১৯

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালটা করতে না পারায় অতৃপ্তি রয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সো. সালাউদ্দিনের।

ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কেই বহুল প্রত্যাশিত ফাইনালটি বাতিল করতে বাধ্য হয় বাফুফে এবং টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস। যে কারণে টুর্নামেন্টের পরের আসর এই দলগুলো নিয়ে আয়োজন করার ইচ্ছে বাফুফে সভাপতির। শনিবার বিকেলে ফাইনাল বাতিলের ব্যাখ্যা দেয়ার সময় নিজের এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন কাজী মো. সালাউদ্দিন।

‘আমার ইচ্ছে এ টুর্নামেন্টকে পরের আসরে ঠিক কপি করা। এই ৬ দেশ, এভাবে গ্রুপ করা। সবাই যদি রাজি থাকে আমি চেষ্টা করবো এই টুর্নামেন্টের মতোই করতে। লাওস আমাদের নিশ্চিত করে গেছে তারা পরের আসরে খেলবে। তারা সব দিক দিয়েই খুশি। টুর্নামেন্টের কোয়ালিটি, আবাসন ব্যবস্থা সব দিক দিয়েই খুশি তারা’-বলেছেন বাফুফে সভাপতি।

তবে টুর্নামেন্টের বয়সসীমা অনূর্ধ্ব-১৯ ই রাখবে বাফুফে। এ নিয়ে কাজী সালাউদ্দিনের যুক্তি, ‘আমাদের দেশে মেয়েদের ফুটবল শুরু হয়েছে চার বছর আগে। আমাদের কাছে এখন পর্যাপ্ত মেয়ে ফুটবলার নেই। টেলিভিশনে অনেক কিছু শুনি। অনেকে বলেন মেয়েদের ক্যাম্প করবো, এটা করবো, ওটা করবো। আমি দোয়া করেছি কখন করবে। করলে আমরা বাফুফে থেকে সহায়তা করবো। কারণ, আমার ফুটবলার বাড়ানো দরকার।’

বাফুফে সভাপতি যোগ করেন, ‘বাফুফে তো ৬০/৭০ জন মেয়ে নিয়ে কাজ করছে। ক্লাবগুলো যদি এভাবে করে তাহলে সংখ্যা আরো বেশি হবে। কয়েক বছরের মধ্যে আমাদের মেয়েরা আরো বড় হবে। তখন জাতীয় দল নিয়ে টুর্নামেন্ট করার ইচ্ছে। তাই আরো তিন-চার বছর এই ফরম্যাটেই থাকবো।’

টুর্নামেন্টে বাংলাদেশের পারফম্যান্সের ভূয়সী প্রশংসা করে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘মেয়েরা ভালো খেলেছে। আমি একজন ফুটবলার হিসেবে বলবো, আমাদের মেয়েরা যে প্রচুর মিস করেছে তা নিয়ে আমি হতাশ নই। কারণ, সুযোগ তৈরি করতে পেরেছে বলেই তো মিসগুলো হয়েছে। এই মিস করতে করতেই তো সেমিফাইনালে ৩ গোল করে দিয়েছে। এটা ভালো দিক। যদিও কেউ চায় না মিস হোক।’

বয়সের অপরিপক্কতার কারণে কিছু কিছু ভুল হচ্ছে মনে করছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘একটা জিনিস চিন্তা করতে হবে, এরা সবাই কিশোরী। পরিপক্ক হতে কিছু সময় লাগবে। এখন ১০টা সুযোগ তৈরি করে তিনটা গোল করেছে। এমন এক সময় দেখবেন তিনটা সুযোগ পেয়ে দুটিই গোল পেয়েছে। তাদের আরো সুযোগ দিতে হবে।’

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।