শূন্য হাতে ভারত থেকে ফিরছে আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবাকে উড়িয়ে নিয়েও কাজের কাজ হলো না আবাহনীর। ভারতের আহমেদাবাদ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নদের ফিরতে হচ্ছে শূন্য হাতে।

মঙ্গলবার এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আবাহনী ১-০ গোলে হেরে গেছে ভারতের চেন্নাইন এএফসির কাছে। এটি এবারের এএফসি কাপে আবাহনীর প্রথম হার।

প্রথম ম্যাচে কাঠমান্ডুতে আবাহনী ১-০ হারিয়েছিল নেপাল চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদি ক্লাবকে। পরের ম্যাচে ঢাকায় তারা ২-২ গোলে ড্র করে ভারতের ক্লাব মিনারভা পাঞ্জাবের সঙ্গে। তৃতীয় ম্যাচে এসে হারলো ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

আবাহনী এ ম্যাচ হেরেছে আত্মঘাতী গোলে। ৭৯ মিনিটে চেন্নাইয়ের অনুরুদ্ধ থাপার শট আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ওয়েলিংটনের গায়ে গেলে গোলরক্ষক সোহেলের পাশ দিয়ে চলে যায় জালে।

আবাহনীকে হারানোর পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠলো ভারতীয় জায়ান্টরা। চেন্নাইন এফসির সঙ্গে আবাহনীর ফিরতি ম্যাচ ঢাকায় ১৫ মে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।