নারী ফুটবল উন্নয়নে বাংলাদেশের পাশে উত্তর কোরিয়া

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৯

নারী ফুটবলে এশিয়ায় সমীহ করা দেশ উত্তর কোরিয়া। তিনবার করে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে শ্রেষ্ঠত্ব অর্জন করা দেশটি এবার বাংলাদেশের নারী ফুটবলে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত পার্ক সং ইয়োপ।

শনিবার দুপুরে বাফুফে ভবনে এসেছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাত করে বাংলাদেশের নারী ফুটবল উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। নারী ফুটবল উন্নয়নে কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় তা নিয়ে বাফুফের সঙ্গে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করবেন বলেই জানিয়ে গিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত।

এ সময় ফিফা কাউন্সিল মেম্বার, এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং ঢাকাস্থ উত্তর কোরিয়ার দূতাবাসের ডিএমসি অ্যান্ড কনস্যুলার পার্ক কিইয়ং চুল উপস্থিত ছিলেন।

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।