সিনিয়রদের হারের প্রতিশোধ নিলো মঙ্গোলিয়ার মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

মেয়েদের ফুটবলে মঙ্গোলিয়ার ইতিহাস সমৃদ্ধ নয় ততোটা। দেশটির নারী জাতীয় দল ফিফা স্বীকৃত প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এই তো গত বছর ৫ সেপ্টেম্বর। পূর্ব এশিয়ার দেশটির মেয়েদের শুরুটা হয়েছিল জয় দিয়ে। গুয়ামের বিরুদ্ধে ১-০ গোলে ঐতিহাসিক ম্যাচটি জিতেছিল তারা।

২০১৮ সালে যে ১০টি ম্যাচ খেলেছে মঙ্গোলিয়া, তার মধ্যে একটি ছিল তাজিকিস্তানের বিরুদ্ধে টোকিও অলিম্পিক বাছাইয়ের। গত বছর ৪ নভেম্বর তাজিকিস্তানের হিসরে হওয়া ম্যাচটি মঙ্গোলিয়া হেরেছিল ৪-১ গোলে।

সেই মঙ্গোলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা ঢাকায় নিলো তাজিকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত প্রতিশোধ। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়া ৩-০ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে।

মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে মঙ্গোলিয়া মাঠ ছাড়ে ৩-০ ব্যবধানের জয় নিয়ে। ১৪ মিনিটে মঙ্গোলিয়াকে এগিয়ে দেন আন্দ্রেই। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনখেমাগার। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল করেন দেলজারজায়া।

আরআই/আএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।