ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

কৃষ্ণা রানী সরকারের নামের পাশে যোগ হতে পারতো আরো দুই গোল। অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক হ্যাটট্রিকে শুরু করতে পারতেন বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ। কিন্তু সহজ সহজ মিস করে সে সুযোগ হারিয়েছেন এ ফরোয়ার্ড।

তবে সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টাঙ্গাইলের কিশোরীই ছিলেন স্বাগতিক দলের আক্রমণভাগের চালিকাশক্তি। গোল করেছেন, গোলের সুযোগ তৈরি করেছেন। ম্যাচ শেষে তার হাতেই উঠেছে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করেছেন কৃষ্ণা। ডান দিক থেকে মনিকা চাকমার কর্নারে নিঁখুতভাবে মাথা ছুঁইয়ে বল পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জালে। কৃষ্ণা ব্যবধান ২-০ করার পরই ম্যাচটি হেলে পরে বাংলাদেশের দিকে।

এরপর প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধের পুরোটা বাংলাদেশই আধিপত্য নিয়ে খেলেছে। কিন্তু অসংখ্য আক্রমণ করেও গোল বাড়াতে পারেনি লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে এসেছিলেন কৃষ্ণা। দলের প্রথম ম্যাচ জয়ে অবদান রাখতে পারায় স্বাভাবিকভাবেই খুশি তিনি। কৃষ্ণা বলেন, ‘আমি খুশি। আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। পেরেছি। গোল করেছি, করতে পারিনি এসব বড় কথা নয়। আমি বেশি খুশি ম্যাচ জিততে পারায়।’

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।