তিন মাস পর মাঠে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২২ এপ্রিল ২০১৯

গত জানুয়ারিতে ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে যান প্যারিস সেইন্ট জার্মেইতে খেলা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। প্রাথমিকভাবে ইনজুরিটি হালকা ভাবা হলেও পায়ের মেটাটার্সাল ভেঙে যাওয়ায় দীর্ঘ তিন মাঠের বাইরেই থাকতে হয় তাকে।

দীর্ঘ এ সময় মাঠে বাইরে কাটিয়ে অবশেষে খেলায় ফিরেছেন নেইমার। রোববার রাতে মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটেছে তার। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি খেলোয়াড় হিসেবে গত ২৩ জানুয়ারির পর প্রথমবার মাঠে নামেন নেইমার।

ম্যাচ শুরুর আগেই চ্যাম্পিয়ন হওয়ার সুখবর পেয়ে যায় নেইমারের দল পিএসজি। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে সে আনন্দ আরও বাড়িয়ে দেন কাইলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ল্যাভিন কুরজাওয়ার বদলি খেলোয়াড় হিসেবে নেইমার নামতে হর্ষধ্বনি ওঠে স্টেডিয়ামে। তবে ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি তিনি।

পরে ৫৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ম্যাচের ৭৩ মিনিটে এডিনসন কাভানি মাঠে নামলে দীর্ঘদিন পর মাঠে একত্রিত হয় নেইমার-এমবাপে-কাভানী ত্রয়ী। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।