মাগালানের জোড়া গোলে সহজ জয় চট্টগ্রাম আবাহনীর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১২ এপ্রিল ২০১৯

নাইজেরিয়ান ফরোয়ার্ড আওয়ালা মাগালানের জোড়া গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

শুক্রবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রামের আকাশী-হলুদরা ৩-০ গোলে হারিয়েছে নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাবকে।

দ্বিতীয় মিনিটে নাইমুর রহমান শাহেদের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন নোফেলের নাইজেরিয়ান ডিফেন্ডার এলেটা বেনজামিন।

সৌভাগ্যের গোলে এগিয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনী ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়িয়ে দেয়। আওয়ালা মাগালান ২৩ মিনিট এবং ইনজুরি সময়ে গোল করে দলকে এনে দেন সহজ জয়।

লিগে চট্টগ্রাম আবাহনীর এটি ১১ ম্যাচে তৃতীয় জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের সপ্তম স্থানে। অন্যদিকে সপ্তম ম্যাচ হারা নোফেল ৮ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।