বঙ্গমাতা গোল্ডকাপের থিম সং-এ মমতাজ-জয়া আহসান (ভিডিও)

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯

‘তুমি যাও এগিয়ে, শত বাধা পেরিয়ে
পথের কাঁটাটা পথেই পড়ে
দাও ডানা উড়িয়ে, যাও সীমা ছাড়িয়ে
আলোর ভোরে সাজো নতুন করে’-

কথাগুলো বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপের থিম সং-এর। লোকসঙ্গীত শিল্পী মমতাজের সঙ্গে ‘বিজয় মশাল’ নামের থিম সং-এ আরো কণ্ঠ দিয়েছেন কনা, এলিটা, পড়শি, দোলা ও কুমকুম। থিম সং-এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত এবং ভিডিওটি পরিচালনা করেছেন আশফাকুজ্জামান বিপুল।

থিম সং-এ আরো একজন তারকা আছেন। তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী এবং টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান। সঙ্গে ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও।

ট্রফি, লোগো এবং থিম ভিডিও’র মতো থিম সং ঘটা করে উম্মুক্ত করেনি টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস। বুধবার প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে থিম সংটি প্রকাশ করেছে।

আগামী ২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ৬ জাতির এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। অংশ নেবে তাজিকিস্তান, কিরগিজস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, মঙ্গোলিয়া ও স্বাগতিক বাংলাদেশ।

কৃষ্ণা-মারিয়ারা টুর্নামেন্টে খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ আরব আমিরাত ও কিরগিজস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ এপ্রিল আরব আমিরাতের বিরুদ্ধে।

 

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।