ম্যানসিটিকে হারিয়ে সেমির পথে এগিয়ে টটেনহাম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৮ এএম, ১০ এপ্রিল ২০১৯

ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেয়ার সুযোগ ছিল সার্জিও আগুয়েরোর। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার পেনাল্টি থেকেও গোল করতে পারেননি। এরপর ম্যাচ যাচ্ছিল ড্রয়ের দিকে।

শেষ দিকে এসে টটেনহাম হটস্পারকে জিতিয়ে দিলেন সন হিউং মিন। মঙ্গলবার রাতে তার একমাত্র গোলেই ম্যানসিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির পথে এক ধাপ এগিয়ে গেছে ঘরের মাঠের টটেনহাম।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো টটেনহাম। মুসা সিসোকোর ক্রস পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়েও পোস্টের উপর দিয়ে মেরে দেন ডেলে আলি।

দশম মিনিটে রহিম স্টার্লিংয়ের বক্সের মধ্যে নেয়া শট টটেনহামের ড্যানি রোজের হাতে লেগে যায়। ভিআরের মাধ্যমে পেনাল্টি নিশ্চিত করেন রেফারি। কিন্তু ম্যানসিটিকে হতাশায় ডুবান পেনাল্টি নিতে আসা সার্জিও আগুয়েরো। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তার স্পট কিক রুখে দেন টটেনহামের গোলরক্ষক হুগো লরিস।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় টটেনহাম। বল নিতে গিয়ে ফাবিয়ান ডেলফের সঙ্গে ধাক্কা খেয়ে খুঁড়াতে খুঁড়াতে মাঠ ছাড়েন তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। তবে ৭৯ মিনিটে এসে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় দলটি।

ক্রিস্তিয়ান এরিকসেনের ক্রস ডি-বক্সের মধ্যে পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হিউং-মিন। শেষ পর্যন্ত টটেনহাম মাঠ ছাড়ে ওই এক গোলের জয় নিয়েই।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।