হ্যাজার্ডের জোড়া গোলে তিনে উঠে এলো চেলসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ০৯ এপ্রিল ২০১৯

প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সম্ভবত নিজের সেরা গোলটি করলেন ইডেন হ্যাজার্ড। বলতে গেলে একক নৈপুণ্যেই জেতালেন চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে বেলজিয়ান মিডফিল্ডারের জোড়া গোলে ভর করেই ওয়েস্ট হামকে ২-০ ব্যবধানে হারিয়েছে মাওরিসিও সাররির দল। এতে পয়েন্ট তালিকায় তিন নাম্বারে উঠে এসেছে তারা।

ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো চেলসি। দূর থেকে নেয়া এনগালো কাঁতের বাঁ পায়ের জোড়ালো শট একটুর জন্য গোলপোস্ট পায়নি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি চেলসিকে। ম্যাচের ২৪তম মিনিটে ওয়েস্ট হামের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে চোখ ধাঁধানো এক গোল করেন হ্যাজার্ড। চেলসি এগিয়ে যায় ১-০তে।

দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। হ্যাজার্ডই বল বাড়িয়ে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েনকে। আর্জেন্টাইন স্ট্রাইকার বক্সের বাঁ প্রান্ত থেকে শটও নিয়েছিলেন, ওয়েস্টহাম গোলরক্ষক সেটা এক হাতে কোনোমতে ঠেকিয়ে দেন।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে। ম্যাচ তখন প্রায় শেষের দিকে। ৯০তম মিনিটে রস বার্কলির ক্রস ডি-বক্সের মধ্যে রিসিভ করে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন হ্যাজার্ড।

এই জয়ের পর ৩৩ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।