সেই কেনের গোলেই জিতল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০০ এএম, ০৭ এপ্রিল ২০১৯

সিরি আ'তে কালিয়ারির বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচ ২-০ গোলে জিতেছিল জুভেন্টাস। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ইতালিয়ান তরুণ মইসে কেন। সে গোলের পর অভিনন্দনের বদলে বর্ণবাদী মন্তব্যই জোটে কৃষ্ণাঙ্গ এ খেলোয়াড়ের জন্য। এমনকি জুভেন্টাসের স্বদেশী ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চিও বিরুদ্ধাচরণ করেন সে ঘটনায়।

তবে এতো ঘটনার পরেও নিজের খেলায় কোনো ছাপ পড়তে দেননি ১৯ বছর বয়সী কেন। শনিবার রাতে শক্তিশালী এসি মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন দলের জয়সূচক গোল। লিগ শিরোপার আরও কাছে পৌঁছে যাওয়া ম্যাচে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস।

বিজ্ঞাপন

নিজেদের ঘরের মাঠে এসি মিলানকে আতিথ্য দেয় জুভেন্টাস। তবু প্রথম গোলটি করেন এসি মিলানই। ম্যাচের ৩৯তম মিনিটে পোল্যান্ডের ফরোয়ার্ড পিয়াতেকের গোলে এগিয়ে যারা সফরকারীরা। সে গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়ে জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন দিবালা নিজেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচে সমতা ফিরলেও জয়সূচক গোলটি করতে পারছিল না কোনো দল। অবশেষে ৮১তম মিনিটে মিরালেম পিয়ানিচের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী আলোচিত ফরোয়ার্ড মইসে কিন।

এ জয়ের পর ৩১ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৮৪। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ব্যবধানটা ২১, ঝুলিতে রয়েছে ৬১ পয়েন্ট। ৩১ ম্যাচে ১৪ জয় ও ১০ ড্রতে ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে এসি মিলান।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।