পেলের মতো মেসিও শুধু এক ক্লাবের খেলোয়াড় : বার্সা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, ০৫ এপ্রিল ২০১৯

ক্যারিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত ইউরোপের অনেক নামীদামী ক্লাব থেকে বিপুল অঙ্কের সব প্রস্তাব পেয়ে আসছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্রতিবার সব প্রস্তাবকে ‘না’ করে দিয়ে মেসি নতুন করে চুক্তির মেয়াদ বাড়ান বার্সেলোনার সঙ্গেই।

তাই তো বর্তমান চুক্তির মেয়াদ এখনো ২ বছর বাকি থাকতেই মেসির সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে বার্সেলোনা। ২০১৭ সালে করা নবায়নকৃত চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় স্প্যানিশ ক্লাবটি।

চলতি মৌসুমের শেষেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নতুন চুক্তিপত্র হাতে ধরিয়ে দেবে বার্সেলোনা। ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউ নিজে জানিয়েছেন এমন তথ্য। বার্সেলোনায় মেসিকে যত লম্বা সম্ভব, তত বড় ক্যারিয়ার দিতে চান বার্তেমেউ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্তেমেউ বলেন, ‘আমরা চাই তার (মেসি) ক্যারিয়ার অনেক লম্বা হোক। যাতে আমরা অনেক বেশি দিন তার খেলা উপভোগ করতে পারি। মেসি সীমানা ভাঙতে জানে, নতুন নতুন কীর্তি গড়ার মাধ্যমে। যে কারণে প্রতিপক্ষের মাঠে গেলেও তাকে সবাই দাঁড়িয়ে সম্মান জানায়।’

এসময় চুক্তি নবায়নের বিষয়ে বার্তামেউ বলেন, ‘আমরা শীঘ্রই তার সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়াবো। সে এখনো তরুণ। যেটা তার পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। সে প্রতিনিয়ত উন্নতি করেই যাচ্ছে এবং অভিনব সব কীর্তি উপহার দিচ্ছে। আমি বিশ্বাস করি তার ক্যারিয়ারে এখনো অনেক দিন বাকি। তাই আমরা তার সঙ্গে বসে আলোচনা করবো যাতে তাকে বার্সেলোনা আরও অনেক বেশি দিন রেখে দেয়া যায়।’

বেশ কয়েকবার বিচ্ছিন্ন সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন ক্যারিয়ার শেষের আগে আর্জেন্টাইন কোনো ক্লাবে খেলতে চান তিনি। তবে বার্তেমেউ এমন কিছু চান না একদমই। তার মতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মতো মেসিও কেবল এক ক্লাবের খেলোয়াড়। পুরো ক্যারিয়ার এক ক্লাবেই শেষ হবে মেসির- এমনটাই আশাবাদ বার্তেমেউর।

তিনি বলেন, ‘মেসি এক ক্লাবের খেলোয়াড়। সে মাঠে যা করে তার চেয়েও ভালো সম্পর্ক বার্সেলোনার সঙ্গে। আমি জানি এটি আজীবন থাকবে। এক্ষেত্রে আমি পেলের উদাহরণ দেই, যে সারাজীবন শুধু সান্তোসেই খেলেছে। আমরা মেসিকেও সারাজীবনের জন্য বার্সেলোনায় চাই। সেটা হোক খেলোয়াড় হিসেবে কিংবা অবসরের পর টিম ম্যানেজম্যান্টের অংশ হিসেবে।’

বার্সেলোনার ভালো খেলার পেছনে মেসির অবদান স্বীকার করে ক্লাব প্রেসিডেন্ট বলেন, ‘বার্সেলোনার চিন্তাধারাই বদলে দিয়েছে মেসি। ফলাফলের দিক থেকে শীর্ষে থাকা কিংবা প্রতি মৌসুমে শিরোপা জেতা- সবকিছুতেই মেসির অবদান অনস্বীকার্য।’

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।