উলভারহ্যাম্পটনের মাঠে ম্যানইউর হোঁচট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ০৩ এপ্রিল ২০১৯

সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে তাদের ১-১ গোলে রুখে দিয়েছিল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। এবার নিজেদের মাঠ পেয়ে রেড ডেভিলদের ২-১ ব্যবধানে হারিয়েই দিল দলটি।

অথচ ফিরতি দেখায় শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। ম্যাচের ১৩তম মিনিটে ফ্রেডের পাস থেকে বল পেয়ে নিচু শটে গোল করেন স্কট ম্যাকটমিনে।

সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি উলভারহ্যাম্পটন। ম্যাচের ২৩ মিনিটে রাউল হিমেনেসের দারুণ পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন দিয়োগো জতা। প্রথমার্ধ ১-১ সমতায়ই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় বড় ধাক্কা খেয়ে বসে ম্যানইউ। জতাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাশলে ইয়ং। দশজনের ম্যানইউকে পেয়ে চেপে বসে উলভারহ্যাম্পটন।

৭৭ মিনিটে গোলও পেয়ে যায় উলভারহ্যাম্পটন। যদিও এই গোলটি ছিল আত্মঘাতী। ইয়োনির ক্রসে হিমেনেস হেড করলে সেটা ম্যানইউ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।

এই হারের ফলে ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন সাতে। আর ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে একে লিভারপুল।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।