৮ গোলের ম্যাচে বার্সেলোনাকে বাঁচালেন ‘বদলি’ মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৩ এপ্রিল ২০১৯

কি এক উপভোগ্য ম্যাচ হলো লা লিগায়! এক ম্যাচেই হলো ৮টি গোল। যেখানে আবার পয়েন্ট তালিকায় ১৭ নাম্বারে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে হারতে বসেছিল লা লিগা শিরোপার পেছনে ছোটা বার্সেলোনা। শেষতক অবশ্য বদলি হিসেবে নেমে মান বাঁচিয়েছেন মেসি। নাটকীয় এক ম্যাচে ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

অথচ বার্সেলোনার শুরুটা ছিল দারুণ। ম্যাচের ১২ মিনিটেই ম্যালকমের অ্যাসিস্ট থেকে গোল করেন ফিলিপ কৌতিনহো। চার মিনিট পর (১৬ মিনিট) আরও এক গোলে এগিয়ে যায় বার্সা। এবারের গোলটি করেন ম্যালকমই। ২-০ গোলে এগিয়ে যায় ভালভার্দের দল।

সেখান থেকে দারুণভাবে লড়াইয়ে ফেরে ভিয়ারিয়াল। ২৩ মিনিটে মিনিটে বাঁ পায়ের শটে ব্যবধান কমান সামুয়েল। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লা লিগা তালিকায় তলানির দিকে থাকা দলটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ভয়ংকর হয়ে উঠে ভিয়ারিয়াল। ৫০ মিনিটে স্যামুয়েলের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান কার্ল টোকো একাম্বি। ডি বক্সের দুরুহ কোণ থেকে দারুণ এক গোল করেন তিনি।

পরিস্থিতি বেগতিক দেখে ৬১ মিনিটে কৌতিনহোকে তুলে মেসিকে নামান ভালভার্দে। কিন্তু এর ঠিক এক মিনিটের মাথায় আরও এক গোল হজম করে বসে বার্সা। এবার ভিয়ারিয়ালের হয়ে জাল কাঁপান ভিসেন্তে ইবোরা।

BarcA

৮০তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ে ডি বক্সে ঢুকে গোল কার্লোস বাক্কার। বার্সেলোনা পিছিয়ে পড়ে ৪-২ ব্যবধানে। নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে এরপরই আসল ঝলকটা দেখান মেসি।

ম্যাচের নির্ধারিত সময় তখন শেষ হবার পথে। ভিয়ারিয়ালের ভিক্টর রুইজের ফাউলে ফ্রি-কিক পায় বার্সা। মেসি নেন চোখ ধাঁধানো এক ফ্রি-কিক। পোস্টের কোণা দিয়ে বল ঢুকে যায় জালে।

হার বাঁচাতে মরিয়া বার্সা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পায় একটি কর্ণার। সেটা কাজে লাগাতে ভুল করেননি লুইস সুয়ারেজ। উড়ে আসা বলে বাঁ পা লাগিয়ে দারুণ এক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। তাতেই অবিশ্বাস্যভাবে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।

এই ড্রয়ের পর ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার তালিকায় শীর্ষেই আছে বার্সা। সমান ম্যাচে ৬২ পয়েন্টে দুই নাম্বারে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।