কাঠমান্ডুতে আবাহনীর কঠোর অনুশীলন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০১ এপ্রিল ২০১৯

এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে আবাহনী এখন নেপালের কাঠমান্ডুতে। সেখানে বুধবার স্বাগতিক মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে খেলবে আকাশী-হলুদরা। খেলা হবে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে। সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে আবাহনী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা এবার এএফসি কাপ খেলছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে। এটি আবাহনীর তৃতীয়বারের মতো এএফসি কাপে অংশগ্রহণ। আগের তিনবারই বিদায় নিয়েছে প্রথম পর্ব থেকে। এবার আবাহনী নকআউট পর্বে ওঠার জন্য মরিয়া। যে কারণে এএফসি কাপের জন্য তারা দলভুক্ত করেছে ওয়েলিংটন নামের এক ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে।

এএফসি কাপের গ্রুপ পর্বে দক্ষিণ এশিয়ার চার ক্লাব খেলছে ‘ই’ গ্রুপে। আবাহনীর সঙ্গে আছে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব এবং ভারতের মিনেরভা পাঞ্জাব ও চেন্নাই এএফসি। এখান থেকে একটি দল পাবে নকআউট পর্বের টিকিট।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।