ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ অবনমন সাবিনাদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ৩০ মার্চ ২০১৯

নারী ফুটবলে ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে দুই ধাপ অবমন হয়েছে বাংলাদেশের। শুক্রবার ঘোষিত এ র‌্যাংকিংয়ে ১৫৫ দেশের মধ্যে সাবিনাদের অবস্থান ১২৭। শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় জার্মানি।

এর আগে ২০১৮ সালের ৭ ডিসেম্বর ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা ছিল ১২৫ নম্বরে। এর পর বাংলাদেশের মেয়েরা খেলেছে গত এ মাসে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ। তিন ম্যাচ খেলে একটি জিতেছে, দুটি হেরেছে।

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরেছে ৩-০ গোলে। সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ৪-০ গোলে ভারতের কাছে হেরে বিদায় নেয়।

এই ফলাফলের প্রভাবই পড়েছে মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়া। এর পর রয়েছে জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। তারপর নেপাল ও বাংলাদেশ।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।