আট মাস পর ফিরে পুনরায় দলের বাইরে মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৩ মার্চ ২০১৯

শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘ আট মাস পর জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু ম্যাচে ১-৩ গোলে হেরে যাওয়ায় ফেরাটা সুখকর হয়নি তার।

ম্যাচ শেষে পেয়েছেন আরও এক ধাক্কা। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটনে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে পুরো ৯০ মিনিটই খেলেছেন মেসি।

কিন্তু ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে পুনরায় মাঠের বাইরে ছিটকে গিয়েছেন দলের অধিনায়ক মেসি। কুচকির ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচটি খেলা হবে না মেসির।

এদিকে মেসি ছাড়াও ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন দলের মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজ। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে বাম ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।