রোনালদোর ফেরার ম্যাচে জয় পেলো না পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৩ মার্চ ২০১৯

গত জুলাইতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে উরুগুয়ের কাছে ১-২ গোলে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি পর্তুগালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রায় আট মাস পর ইউরো-২০২০'র বাছাইপর্বে জাতীয় দলে ফিরেছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই পেয়েছেন হোঁচট। ইউক্রেনের বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রোনালদোর পর্তুগালকে।

শুক্রবার রাতে ঘরের মাঠে পর্তুগালের জয়ের পথে বড় বাঁধা হয়ে ছিলেন ইউক্রেনের গোলরক্ষক পিয়াতভ। পুরো ম্যাচে ১৮টি শট করেছে পর্তুগাল, যার মধ্যে ৬টি ছিলো লক্ষ্য বরাবর। এর প্রত্যেকটি ফিরিয়ে দিয়েছেন ইউক্রেনের গোলরক্ষক।

পুরো ম্যাচজুড়েই রোনালদো, সিলভাদের আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত ছিলো ইউক্রেনের রক্ষণভাগ। কিন্তু কাজের কাজ গোলটি করতে পারেনি পর্তুগাল। যে কারণে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

একই রাতে রোনালদোর মতোই আট মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন লিওনেল মেসিও। তার ভাগ্য জোটেনি সান্ত্বনার ড্র'টাও। ভেনেজুয়েলার কাছে ১-৩ গোলে হেরেই গিয়েছে আর্জেন্টিনা।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।