বাফুফের মাহফুজা আক্তার কিরণ গ্রেফতার

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৬ মার্চ ২০১৯

গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ক্রীড়া সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্সের করা মামলায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনিবাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

শনিবার সকালে ধানমন্ডি থেকে মতিঝিল থানা পুলিশ কিরণকে গ্রেফতার করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান কিরণকে নেয়া হয় আদালতে। সেখানে জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে কিরণের বিরুদ্ধে গত ১২ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে মানহানি মামলা করেছিলেন মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্থায়ী সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স। মামলার পরই কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।