অবশেষে পর্তুগাল দলে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৬ মার্চ ২০১৯

গতবছরের জুলাইতে উরুগুয়ের কাছে ১-২ গোলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আর পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এসময়ে তিনটি করে ম্যাচে জিতেছে ও ড্র করেছে পর্তুগাল।

অবশেষে প্রায় ৮ মাসের বেশি সময় পর পর্তুগালের হয়ে মাঠে নামবেন ৩৪ বছর বয়সী তারকা ফুটবলার রোনালদো। চলতি মাসে হতে যাওয়া ইউরো-২০২০ এর বাছাইপর্বের দুইটি ম্যাচের জন্য রোনালদোকে দলে ফিরিয়েছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।

রোনালদোকে দলে নেয়ার ব্যাপারে পর্তুগিজ কোচ বলেন, 'ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। আমাদের জন্য সুখবর যে সে জাতীয় দলে ফিরছে। রোনালদোকে পেলে যে কোনো দলই আরও শক্তিশালী হবে। এরই মধ্যে চলতি সপ্তাহে সে জাতীয় দল থেকে তার দূরে থাকা নিয়ে কথা বলেছে (তুরিনের জীবন যাত্রা ও নতুন ক্লাব জুভেন্টাসে মানিয়ে নেওয়ার ব্যাপারে)। রোনালদোকে পেয়ে দল আরও শক্তিশালী হবে।

চলতি মাসের ২৩ তারিখ ইউক্রেন এবং ২৬ তারিখ সার্বিয়ার বিপক্ষে খেলবে রোনালদোর পর্তুগাল। দুটি ম্যাচই হবে পর্তুগালের মাঠেই।

দুই ম্যাচের জন্য পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক: রুই প্যাট্রিসিও, বেতো, হোসে সা

ডিফেন্ডার: হুয়াও ক্যানসেলো, নেলসন সেমেদো, হোসে ফন্তে, পেপে, রুবেন ডিয়াজ, রাফায়েল গুইরেরো, মারিও রুই

মিডফিল্ডার: দানিলো পেরেইরা, রুবেন নেভেস, উইলিয়ামস কারভালহো, ব্রুনো ফার্নান্দেস, হুয়াও মারিয়াও, হুয়া মৌতিনহো, পিজ্জি

ফরোয়ার্ড: বার্নার্দো সিলভা, হুয়াও ফেলিক্স, গন্সালো গুইদেস, রাফা সিলভা, আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়োগো জোতা এবং ডিয়েগো সৌসা।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।