ম্যানইউকে পেল বার্সা, জুভেন্টাসের প্রতিপক্ষ আয়াক্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৫ মার্চ ২০১৯

সুইজারল্যান্ডের নিঁওতে আজ (শুক্রবার) হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের (শেষ আট) ড্র। যেখানে লিওনেল মেসির বার্সেলোনা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের প্রতিপক্ষ আয়াক্স।

আট দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। যেখান থেকে চার দল খেলবে সেমিফাইনাল। অ্যাটলেটিকোর ওয়ান্ডা মেট্রোপলিটনে ১ জুন টুর্নামেন্টের ফাইনাল।

বাকি চার দলের মধ্যে মোহামেদ সালাহর লিভারপুল কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এফসি পোর্তোকে। আর দুই ইংলিশ ক্লাব টটেনহাম আর ম্যানসিটি লড়বে একে অপরের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ :

জুভেন্টাস বনাম আয়াক্স
লিভারপুল বনাম এফসি পোর্তো
টটেনহাম বনাম ম্যানসিটি
বার্সেলোনা বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

* ম্যাচগুলো হবে ৯-১০ এপ্রিল এবং ১৬-১৭ এপ্রিল।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।