বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য শুভকামনা লা লিগার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৪ মার্চ ২০১৯

বাংলাদেশের মেয়েরা উড়ছে- এটা এখন কয়েক বছরের নিয়মিত খবর। তবে এই মেয়েরা বয়সভিত্তিক দলের। নারী ফুটবলে বাংলাদেশ ভালো করছে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায়। জাতীয় দলের লড়াই হলেই লাল-সবুজ জার্সিধারীরা খেই হারিয়ে ফেলেন। তবে এই বয়সভিত্তিক দলের মেয়েরাই উঠে আসছেন জাতীয় দলে।

আগের চারটি সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র একটিতে ফাইনালে খেলতে পেরেছে বাংলাদেশের জাতীয় নারী দল। মঙ্গলবার নেপালের বিরাটনগরে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট নারী সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর।

আজ তৃতীয় দিনে মিশন শুরু করছেন সাবিনা-কৃষ্ণারা। প্রতিপক্ষ ভুটান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩ টায়।

jagonews

এই ম্যাচের আগে বড় একটি প্রেরণাই পেল বাংলাদেশের মেয়েরা। তাদের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা লা লিগা।

লা লিগা তাদের অফিসিয়াল পেজে বাংলাদেশের মেয়েদের শুভকামনা জানিয়ে ইংরেজি অক্ষরে বাংলা বাক্যে লিখেছে, 'বাংলাদেশের অসামান্য মহিলা ফুটবল টিমকে জানাই অনেক অনেক শুভেচ্ছা! তোমাদের স্পিরিটকে করি স্যালুট। অল দ্য বেস্ট।'

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।