ঘরের মাঠের বায়ার্নকে হারিয়ে কোয়ার্টারে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ১৪ মার্চ ২০১৯

অ্যানফিল্ডে প্রথম লেগে লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে এসে এমন হার দেখতে হবে কে জানতো! অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ঘরের দর্শকদের সামনে ৩-১ গোলে হেরেছে বায়ার্ন। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে শুরুতে একটু ছন্নছাড়া ছিল লিভারপুল। ম্যাচের ১০ মিনিটে এক গোল খেতেও পারতো তারা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন বায়ার্নের রবার্তো লেভানদফস্কি।

এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় লিভারপুল। ম্যাচের ২৬ মিনিটে এগিয়েও যায় তারা। এবার এগিয়ে এসেছিলেন বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়্যার। তাকে এড়িয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন সাদিও মানে।

৩৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেলে বায়ার্ন। সের্গে জিনাব্রির নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদেরই জালে পাঠিয়ে দেন জোয়েল মাতিপ।

দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। এবার জেমস মিলনারের কর্নার থেকে পাওয়া বল লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডে গোল করেন ফন ডাইক।

এরপর হেডে আরও এক গোল বায়ার্নের। মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর ডি বক্সের বাইরে থেকে উঁচু করে বাড়ানো বলে হেড করেন সাদিও মানে। ম্যাচের ৮৪ মিনিটে পাওয়া এই গোলে জয়টা একেবারে নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।