এজন্যই আমাকে কিনেছে জুভেন্টাস : রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৩ মার্চ ২০১৯

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ০-২ গোলে হেরে বাড়ি ফিরেছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। অনেকেই ধরে নিয়েছিল অ্যাতলেটিকোর জমাট ডিফেন্স ভেঙে দ্বিতীয় লেগে জিততে পারবে না তুরিনোর বুড়িরা।

কিন্তু নিন্দুক-সমালোচকদের ভুল প্রমাণ করে দিয়ে ঘরের মাঠে ৩-০ গোলের জয় দিয়েই শেষ আটের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের তিন গোল একাই করেছেন চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচ শেষে দলকে শেষ আটের টিকিট পাইয়ে দেয়ার তৃপ্তি দেখা গিয়েছে রোনালদোর চোখে মুখে। তবে নিজে হ্যাটট্রিক করে ম্যাচ জেতানোয় নেই বাড়তি দাম্ভিকতা। তার মতে ঠিক এ কাজের জন্যই জুভেন্টাস তাকে দলে ভিড়িয়েছে।

নিজের হ্যাটট্রিকের প্রসঙ্গে রোনালদো বলেন, ‘ঠিক এ কারনেই তো জুভেন্টাস আমাকে দলে নিয়েছে। যাতে করে এতদিন ধরে তারা যা করতে পারেনি তা করতে আমি সাহায্য করতে পারি। আসলে চ্যাম্পিয়নস লিগ জিততে আপনার এমন মানসিকতাই প্রয়োজন। অন্যথায় (শিরোপা জেতা) সম্ভব নয়।’

এসময় ম্যাচ জয়ের কৃতিত্ব দলের প্রত্যেক খেলোয়াড়ের মাঝে ছড়িয়ে দেন রোনালদো। তিনি বলেন, ‘আমি শুধু আমার কাজটা করেছি এবং তা করতে পেরে আমি খুব খুশি। আজকের রাতটা জাদুকরী। অ্যাতলেটিকো মাদ্রিদ সবসময়ই কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও যে শক্তিশালী সেটিই প্রমাণ করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম যাতে বিশেষ একটি রাত উদযাপন করতে পারি এবং সেটিই হয়েছে মাঠে। শুধু আমার গোলগুলোর জন্য নয়, পুরো দলই দুর্দান্ত খেলেছে। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে এমন মানসিকতাই প্রয়োজন। তাই আমরা গর্ববোধ করতেই পারি।’

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।