বার্নাব্যু থেকে বেরিয়েই জয়খরা কাটল রিয়ালের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১১ মার্চ ২০১৯

বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে'র ম্যাচ দিয়ে শুরু, আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষ- ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরে অকূল পাথারে পড়ে গিয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অবশেষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে বেরিয়ে পরের মাঠে খেলতে গিয়েই জয়ে ফিরেছে তারা।

স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলতে রিয়াল ভায়োদলিদের মাঠে গিয়ে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। এর আগে সবশেষ লেভান্তের মাঠে ২-১ গোলে জিতেছিল সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

পরের মাঠে খেলতে নেমে প্রথম ধাক্কাটা খায় রিয়ালই। ম্যাচের ২৯তম মিনিটে রিয়ালের জালে বল ঢোকান আনোয়ার মোহাম্মদ তুহামি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

মিনিট পাঁচেক পরই রিয়ালকে সমতায় ফেরান ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। ভায়োদলিদ গোলরক্ষক জর্ডি মাসিপ ঠিকঠাকভাবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখে বল পেয়ে আলতো টোকায় দলকে সমতায় বসান ভারানে।

বিরতির আগে হয়নি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে রিয়ালকে লিড এনে দেন করিম বেনজেমা। ডি-বক্সের মধ্যে অদ্রিওজোলাকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন বেনজেমা।

আট মিনিট পর আবারও বেনজেমার জাদুতে গোল পায় রিয়াল। টনি ক্রুসের ক্রসে হেড করে ব্যবধান বাড়ান এ ফ্রেঞ্চ স্ট্রাইকার। ম্যাচের ৮৫তম মিনিটে ভায়োদলিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুকা মদ্রিদ।

৪-১ গোলের এ জয়ের পরেও ২৭ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্র'তে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩ এবং দুইয়ে থাকা অ্যাতলেটিকোর রয়েছে ৫৬ পয়েন্ট।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।