কোথায় থামবে রোনালদোর জুভেন্টাস?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৯ মার্চ ২০১৯

চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব পরিবর্তন করেও এখনো পর্যন্ত বেশ সফল রোনালদো। ইতালিয়ান সিরি'আ তে ১৯ গোল করে তিনিই চলতি মৌসুমের সর্বোচ্চ গোলস্কোরার।

রোনালদোর এমন দাপুটে পারফরম্যান্সের সুবাদে লিগে উড়ছে জুভেন্টাসও। শুক্রবার রাতে টানা ২৭তম ম্যাচে অপরাজিত থাকার কীর্তি দেখিয়েছে ক্লাবটি। টানা ম্যাচের ধকল সামাল দিতে রোনালদোকে বিশ্রামে রেখেও উদিনেসের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে তুরিনোর বুড়িরা।

ঘরের মাঠে লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জুভেন্টাসকে। ম্যাচের ১১তম মিনিটেই দলকে এগিয়ে দেন ময়েস কেন। বিরতিতে যাওয়ার আগে ৩৯তম মিনিটে তিনিই ব্যবধান বাড়িয়ে দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৭তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার এমরে কান। মিনিট চারেক পর উদিনেসের জালে হালি পূরণ করেন ব্লেইস মাতুইদি। ৮৪তম মিনিটে অতিথিদের পক্ষে ১ গোল শোধ দেন কেভিন লাসাগনা।

এ জয়ে ২৭ ম্যাচে ২৪ জয় ও ৩ ড্র'তে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।