রিয়ালকে হারিয়ে বার্সাকে খুশি করেছেন ডি ইয়ং!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৭ মার্চ ২০১৯

নতুন মৌসুমের শুরুতেই নিজ দেশের ক্লাব আয়াক্স আমস্টারডাম ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেবেন ২১ বছর বয়সী সম্ভাবনাময় তারকা ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং। তার আগপর্যন্ত আয়াক্সেই খেলবেন তিনি।

নিজের বর্তমান ক্লাবটি সাবেক হওয়ার আগেই দলের হয়ে দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন ডি ইয়ং। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে দিয়েছেন টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয় লেগে আয়াক্সের ৪-১ গোলের জয়ে ৩-৫ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ ষোলো থেকেই বাদ পড়েছে রিয়াল।

ম্যাচে কোনো গোল না পেলেও বেশ কয়েকবার রিয়াল মিডফিল্ডার ও ডিফেন্ডারদের পরীক্ষা নিয়েছেন তরুণ তারকা ডি ইয়ং। ম্যাচ শেষে জানিয়েছেন নতুন ক্লাব বার্সেলোনার আবদার রক্ষার্থে রিয়ালকে হারানো গুরুত্বপূর্ণ ছিল তার জন্য।

ডাচ পত্রিকা দ্য টেলিগ্রাফে তিনি বলেন, ‘আমি যখন বার্সেলোনার সঙ্গে চুক্তি সাক্ষর করি, তখন আমাকে বলা হলো যাতে আমি রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করে দেয়ায় চেষ্টা করি। কারণ এতে বার্সার জন্যও অনেক ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের মতো বড় দলকে, তাদেরই মাটিতে হারানোটা বিশাল অর্জন। সমর্থকরা হয়তো আমাদের কাছ থেকে ইতিবাচক কিছু আশা করেছিল। কিন্তু নিশ্চয়ই এভাবে দুর্দান্ত প্রত্যাবর্তনের কথা হয়তো কল্পনাও করেনি।’

ম্যাচে একবার ডি ইয়ংয়ের ভুলে গোল খেতে বসেছিল আয়াক্স। সে সময় একসঙ্গে দুই পায়ে ক্র্যাম্প করায় বল হারান তিনি। এ ঘটনার ব্যাখ্যায় ডি ইয়ং বলেন, ‘আমার মনে হয় ম্যাচে খুব খারাপ খেলিনি। কিন্তু শেষদিকে আমার ভুলে ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। আমার সে জায়গায় বল হারানো উচিৎ হয়নি কিন্তু তখন আমার দুই পায়েই ক্র্যাম্প করেছিল। তবে দিনটা পুরোপুরি আমাদের ছিলো যে ভুলের শাস্তি পেতে হয়নি।’

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।