‘চীনের প্রাচীর’ ভাঙতে পারেনি বাংলাদেশের মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৩ মার্চ ২০১৯

কাজটা কঠিনই ছিল। মেয়েদের ফুটবলে ধারে-ভারে এগিয়ে থাকা চীনকে হারাতে পারলে মারিয়া-মনিকাদের গড়া হতো নতুন ইতিহাস; কিন্তু চীনের প্রাচীর ভাঙা সম্ভব হয়নি গোলাম রব্বানী ছোটনের দলের শিষ্যদের। শেষ ম্যাচ টপ ফেভারিট চীনের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে থাইল্যান্ড যাবে লাল-সবুজ জার্সিধারীরা।

রোববার মিয়ানমারের মান্দালার থিরি স্টেডিয়ামে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নেমেছিল এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা দুই দল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ছিল জয়, চীনের ড্র; কিন্তু চীন শুরু থেকেই বাংলাদেশকে হারাতে মরিয়া ছিল। ২৮ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষকের ভুলে গোল করে এগিয়ে যায় চীন।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান বাড়ায় প্রতিপক্ষরা। এর ৭ মিনিট পর আবার গোল করে জয়ের ব্যবধান ৩-০ করে ফেভারিটরা।

চীনের কাছে হারের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশের মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১০-০ এবং দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। চীনকে হারিয়ে শেষটা রাঙানোর স্বপ্ন ছিল, তা আর পূরণ হলো না।

আরআই/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।