আবাহনীতে বিধ্বস্ত মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

মোহামেডান-আবাহনীর লড়াই বলতে যা বুঝায়, তার কিছুই হলো না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের দুই দলের ম্যাচে হেসেখেলেই জিতলো আবাহনী। ব্যর্থতার রথে বসা মোহামেডান ঘরে ফিরলো ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে। ৮ ম্যাচে পঞ্চম হারে আরো করুণ অবস্থা সাদাকালোদের।

বৃষ্টির কারণে বুধবার ম্যাচটি হয়নি। পিছিয়ে যাওয়ায় আবাহনীর জয়টিই যেন বিলম্বিত হয়েছে। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে আবাহনী। গোল পাওয়াটাও তাদের সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ৩৭ মিনিটে জীবনের শট পোস্টে ফিরলে ফিরতি বলে নাইজেরিয়ান সানডের টোকায় এগিয়ে যায় আবাহনী।

১-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া আবাহনী দ্বিতীয়ার্ধে চির প্রতিদ্বন্দ্বিদের জালে বল পাঠায় আরো দুইবার। ৫৭ মিনিটে কোরিয়ান মিনহেয়ক কো এবং ৬৭ মিনিটে হাইতির বেলফোর্ট গোল করে ম্যাচ থেকে ছিটকে ফেলেন মোহামেডানকে।

মোহামেডান অবশ্য পিছিয়ে পড়ার আগেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ৯ মিনিটে ডান প্রান্ত থেকে হাবিবুর রহমান সোহাগের কর্ণার থেকে তকলিসের নেয়া হেড কোনোমতে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল।

আগের ম্যাচে সিলেটে শেখ রাসেলের কাছে হেরে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়া আবাহনী এ জয়ে আবার পায়ের নিচে মাটি পেলো। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৬ বারের চ্যাম্পিয়ন উঠেছে লিগ টেবিলের শীর্ষে। তাদের চেয়ে ২ ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৯। সন্ধ্যায় বসুন্ধরা খেলতে নামছে ব্রাদার্সের বিরুদ্ধে। জিতলে কয়েক ঘন্টার মধ্যেই শীর্ষস্থানচ্যুত হবে আবাহনী।

বিজেএমসিকে হারিয়ে লিগ শুরু করা মোহামেডান টানা ৭ ম্যাচ জয়হীন। টানা চার ম্যাচ হারের পর সাদাকালোরা আগের দুটি ম্যাচ ড্র করেছিল চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের সঙ্গে। আবাহনীর কাছে হেরে আবার ব্যর্থতার ধারায় কোচহীন দলটি। ৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট মাত্র ৫। টেবিলে তারা দশম স্থানে।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।