ওয়াটফোর্ডকে গোলবন্যায় ভাসিয়ে শীর্ষেই থাকল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলে পেছনে পড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল লিভাপুলের। তবে এবার ঘরের মাঠে ওয়াটফোর্ডকে পেয়ে আগের ম্যাচে জিততে না পারার ক্ষোভ যেন সুদে-আসলে তুলে নিলো লিভারপুল। সাদিও মানে এবং ভিরজিল ফন ডিকের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৫-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।

পয়েন্ট টেবিলে কিন্তু ম্যানসিটির সঙ্গে ভালোই লড়াই চলছে লিভারপুলের। অলরেডদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি। এ কারণে কোনো অপ্রত্যাশিত ফলে হারাতে হতে পারে শীর্ষস্থান; কিন্তু তেমনটা তো হলই না, বরং প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা দখলে রাখল ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।

২৮ ম্যাচে ২১ জয়ে লিভারপুলের পয়েন্ট এখন ৬৯। অন্যদিকে ২৮ ম্যাচে ম্যানসিটি জিতেছে ২২টিতে। কিন্তু তাদের পয়েন্ট লিভারপুলের চেয়ে ১ কম, ৬৮। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হ্যারি কেইনের দল টটেনহ্যাম হটস্পার।

লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে, ফন ডিক। এছাড়া বাকি গোলটি করেন ডিভোক ওরিজি। ম্যাচের প্রথম ২০ মিনিটেই জোড়া গোল করে বসেন সাদিও মানে। তাতেই ম্যাচের রাশ পুরোপুরি চলে আসে লিভারপুলের হাতে।

Liverpool

৯ মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের দুরন্ত ক্রস থেকে পাওয়া বলে লিভারপুলের হয়ে গোলের খাতা খোলেন মানে। ২০ মিনিটে মানের দ্বিতীয় গোলের পেছনেও অবদান সেই আর্নল্ডের। এক্ষেত্রে আর্নল্ডের ক্রস গোলের সামনে রিসিভ করে দুরন্ত ব্যাকহিলে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন এই সেনেগালিজ তারকা।

এরপর প্রথমার্ধের শেষ দিকে লিভারপুল রক্ষণভাগে বিপদের সঞ্চার করলেও গোলের মুখ খুলতে পারেনি ওয়াটফোর্ড। ৬৬ মিনিটে সফরকারীদের কফিনে তৃতীয় পেরেকটি পুঁতে দেন ডিভোক ওরিজি। বাঁ-দিক থেকে বল ধরে একক দক্ষতায় কাট ইন করে ভেতরে ঢোকেন তিনি। এরপর ওয়াটফোর্ড গোলরক্ষককে পরাস্ত করে দুরন্ত প্লেসিংয়ে স্কোরলাইন ৩-০ করেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

খেলার ৭৯ এবং ৮২ মিনিটে জ্বলে ওঠেন ফন ডিক। এবার জোড়া গোল করেন তিনি। তার জোড়া গোলে ৫ গোলের বৃত্ত পূরণ হয় অল রেডসদের। প্রথমটা আর্নল্ডের ফ্রি-কিক থেকে এবং ফন ডিকের দ্বিতীয় গোলটি আসে রবার্টসনের ক্রস থেকে। ম্যাচ শেষে ইয়ুর্গেন ক্লুপ বলেন, ‘আমি যেমন ম্যাচ চেয়েছি, তেমনটাই খেলেছে আমার দলের ছেলেরা।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।