মেসির কথা শুনেই আবেগাপ্লুত নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

১৮ মাস আগে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা ছেড়ে হয়তো পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার, কিন্তু এখনও পর্যন্ত বার্সা সতীর্থ, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতি টান একটুও কমেনি।

ডান পায়ের ফিফথ মেটাটারসাল ছিঁড়ে যাওয়ার কারণে এই সময় মাঠের বাইরে রয়েছেন নেইমার। ডাক্তার জানিয়েছেন, অন্তত ১০ সপ্তাহ মাঠে নামতে পারছেন না তিনি। পূনর্বাসন প্রক্রিয়ার জন্য এখন তিনি গিয়েছিলেন বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত নিজের দেশে ব্রাজিলে ফিরে আসেন রিহ্যাব প্রক্রিয়া শেষ করার জন্য।

সম্প্রতি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে অনেক কিছু নতুন করে জানিয়েছেন নেইমার। সেখানেই তিনি জানালেন, বার্সেলোনায় থাকতে মেসি তাকে কতটা সহযোগিতা করেছেন।

স্পোর্টস এস্পেক্টাকুলারের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি এখনও এটা সবাইকে বলে বেড়াই, যে যখন আমার সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন হতো, তখন আমার প্রতি বিশ্বের সেরা ফুটবলারটিই (মেসি) সবচেয়ে বেশি ভালোবাসা দেখাতেন।’

এরপরই নেইমারকে জিজ্ঞাসা করা হয়, মেসির পক্ষ থেকে কি কখনও ফিরে আসার প্রস্তাব পেয়েছেন? জবাবে নেইমার বলেন, ‘এটা বলা কঠিন। এটা বলা কঠিন (দু’বার বলেছেন)। সত্যি কথা বলতে, এটা অনেক কঠিন। কারণ, বার্সেলোনায় লিও (মেসি) হচ্ছে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।’

এরপর নেইমার আবার অন্য একটি কথাও খোলাসা করে দেন যে, নেইমার যখন ন্যু ক্যাম্পে প্রথম এসেছিলেন তখন মেসি তাকে সহযোগিতার বার্তা দিয়েছিলেন। নেইমার বলেন, ‘মেসি আমাকে বলেছিলেন, এখানে আমি তোমাকে সহযোগিতা করতে এসেছি।’

সঙ্গে নেইমার যোগ করে দেন, মেসি তাকে পরামর্শ দিয়েছিলেন, যেন কাউকে ভয় না পায় এবং কোনো ব্যাপারে যেন লজ্জাবোধ না করে।

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।