চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয়বার লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ফাইনালটা হলো একেবারে ফাইনালের মতোই। দুর্দান্ত এক ম্যাচ উপহার দিল ওয়েম্বলি স্টেডিয়াম। রোববার রাতে সেই লড়াইয়ে একে অপরকে ছাড় দেয়নি চেলসি আর ম্যানচেস্টার সিটি। যার ফলে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জাল কাঁপাতে পারেনি কোনো দল।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্যারাবাও কাপে চ্যাম্পিয়ন হলো পেপ গার্দিওলার দল।

শিরোপা স্বপ্ন ভেঙেছে, এমন ম্যাচেই বিতর্কিত এক ঘটনা ক্ষুব্ধ করেছে চেলসি সমর্থকদের। চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা ক্র্যাম্প সমস্যায় ভুগছিলেন। তাই শেষ দিকে তার জায়গায় টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবাইয়েরোকে নামাতে চেয়েছিলেন কোচ মাওরিসিও সাররি। কিন্তু কেপা তাতে রাজি হননি। এমন ঘটনায় ডাগআউটে দাঁড়িয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান চেলসি কোচ।

১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বল দখলে কিছুটা এগিয়ে ছিল ম্যানসিটি। প্রথমার্ধের অধিকাংশ সময় চেলসি রক্ষণকে ব্যতিব্যস্ত রাখেন আগুয়েরো-স্টার্লিংরা। কিন্তু গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের সময় ওতামেন্দির কাছ থেকে বল পেয়ে সেটা জালে জড়িয়ে দিয়েছিলেন ম্যানসিটির আগুয়েরো। কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে।

৬৬ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন চেলসির এনগোলো কঁতে। এডেন হ্যাজার্ডের কাটব্যাক লক্ষ্যভ্রষ্ট হাফ-ভলিতে নষ্ট করেন ফরাসি মিডফিল্ডার। ৭৬ মিনিটে হ্যাজার্ডের কাছ থেকেই ডি-বক্সে বল পেয়েও মিস করেন পেদ্রো।

jagonews

অতিরিক্ত সময়েও এমন গোলের সুযোগ এসেছে দুই পক্ষেরই। কিন্তু কোনো দলই সেটা কাজে লাগাতে না পারায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

জর্জিনিয়োর নেওয়া চেলসির প্রথম শটটি ঠেকিয়ে দেন ম্যানসিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডেরসন। তৃতীয় শটে লিরয় সানের শট ঠেকিয়ে চেলসিকে সমতায় নিয়ে এসেছিলেন আরিসাবালাগা। কিন্তু চতুর্থ প্রচেষ্টায় চেলসির ডেভিড লুইসের শট পোস্টে লেগে যায়। অপরদিকে চেলসির বার্নার্ডো সিলভা গোল করেন।

এরপর পঞ্চম শটে ম্যানসিটির রহিম স্টার্লিং মিস করেননি। মিস করেননি চেলসির হ্যাজার্ডও। ফলে জয়োল্লাসে মেতে উঠে ম্যানসিটি শিবির।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।