মেসির হ্যাটট্রিকে জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করে হঠাৎই খেই হারিয়ে ফেলেছিল বার্সেলোনা। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে ড্র করেছিল চারটি, জিতেছিল। সেটিও মাত্র ১-০ গোলের ব্যবধানে।

ছন্দ হারানো এই বার্সেলোনা শনিবার রাতে সেভিয়ার মাঠে খেলতে গিয়ে পড়ে গিয়েছিল হারের শঙ্কায়। তবে দুইবার পিছিয়ে পড়া দলকে উদ্ধার করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল। হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন ৪-২ গোলের দারুণ এক জয়।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে সেভিয়া। সুযোগ তৈরি করে বার্সেলোনাও। তবে ২২তম মিনিটে প্রথম সাফল্য স্বাগতিকদেরই। ডি-বক্স ডান কোণ থেকে দূরহ এক শটে বার্সা গোলরক্ষক টের স্টেগানকে পরাস্ত করেন হেসুস নাভাস। পিছিয়ে পড়ে বার্সেলোনা।

তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সেভিয়া। ২৬তম মিনিটেই অসাধারণ এক ভলিতে নিজ দলকে সমতায় ফেরান বার্সা অধিনায়ক লিওনেল মেসি। তবু বিরতির আগে স্বস্তি নিয়ে ফিরতে পারেনি তারা। কেননা ৪২তম মিনিটে আবারও দলকে এগিয়ে দেন সেভিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাডো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে বার্সেলোনা। আবারও রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন মেসি। ৬৭তম মিনিটে ডান পায়ের বাঁকানো এক শটে সমতাসূচক গোলটি করেন তিনি। পরে ম্যাচের ৮৫তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে লিড এনে দেন মেসি।

শুধু হ্যাটট্রিক করেই বসে থাকেননি তিনি। ম্যাচের একদম শেষমুহূর্তে লুইস সুয়ারেজকে দিয়েও আরেকটি গোল করান। যা লিগে উরুগুইয়ান ফরোয়ার্ডের ১৬তম গোল। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৭। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫।

এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।