দুই জার্সিতে দুই গোল খেলো আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

আবাহনীর শনির দশা লাগলো শুক্রবারে। সিলেটে তারা ২-০ গোলে হেরেছে স্বাগতিক শেখ রাসেলের কাছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি আবাহনীর দ্বিতীয় হার। এর আগে তারা হেরেছিল নীলফামারীতে বসুন্ধরা কিংসের কাছে।

শুরুতেই আবাহনীর জার্সি বিড়ম্বনা। অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল আকাশী রঙের হোম জার্সি পড়ে। শেখ রাসেলের জার্সি নীল। অনেকটাই মিলে যাচ্ছে। তাই রাসেলের পক্ষ থেকে আপত্তিও তোলা হয়েছিল। কিন্তু রেফারি কানে তুলেননি। তবে দ্বিতীয়ার্ধে আবাহনীকে জার্সি বদলাতে হয়েছে। হলুদ রঙের অ্যাওয়ে জার্সি পড়ে শেষ ৪৫ মিনিটে খেলেছে চ্যাম্পিয়নরা।

দুই অর্ধে দুই রকম জার্সি। দুই জার্সিতেই গোল খেয়েছে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। দুই গোলই করেছেন রাসেলের রাফায়েল। তবে একজন নাইজেরিয়ান রাফায়েল ওদোইন, অরেকজন ব্রাজিলের অ্যালেক্স রাফায়েল।

এ হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। হোম ভেন্যুতে জয়ের হ্যাটট্রিক করে শেখ রাসেল উঠে গেলো পয়েন্ট টেবিলের (১৭) দ্বিতীয় স্থানে।

বসুন্ধরা কিংস আগের ম্যাচে বিজেএমসির সঙ্গে ড্র করায় লাভ হয়েছিল আবাহনী। আর শুক্রবার আবাহনী হারায় আরো বেশি লাভ হলো নবাগত বসুন্ধরা কিংসের। আবাহনীর চেয়ে দুই ম্যাচ কম খেলা বসুন্ধরার পয়েন্ট ১৬।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।