যে প্রশ্নে রেগে গেলেন কাজী সালাউদ্দিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

একাডেমির জন্য একঝাঁক প্রতিভাবান ফুটবলার বাছাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডাক্তারি পরীক্ষায় টিকে গেলেই তাদের ওঠানো হবে একাডেমিতে।

বাফুফের পাশাপাশি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (বিডিডিএফএ) ও খেলোয়াড় বাছাই করছে। এ সংগঠনটির খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু বাফুফের আগেই।

বাফুফে খেলোয়াড় বাছাই করছে। বিডিডিএফএ আলাদাভাবে করছে। এটা পাল্টাপাল্টি কর্মসূচি কিনা? শুক্রবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন একটি প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন একটু রেগে গিয়েই জবাব দিলেন, ‘আমি এখানে রাজনীতি করতে আসিনি। নির্বাচন করতেও আসিনি। আমরা খেলোয়াড় বাছাই করছি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। কাউকে দেখানোর জন্য নয়।’

বাফুফে সভাপতি বরং বিডিডিএফএ’র কর্মসূচির প্রশংসাই করেছেন। তিনি বলেন, ‘যারা এ কাজটি করছেন তাদের স্বাগত জানাই। তারা বাফুফের কাছে কোনো সহযোগিতা চাইলে আমরা দেবো। আমরা সমর্থন দেবো। ’

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন আরও যোগ করেন, ‘আমাদের এএফসির অনেক বয়সভিত্তিক খেলায় অংশ নিতে হয়। যে কারণে আমাদের একাধিক দল গঠন করতে বয়সভিত্তিক খেলোয়াড় প্রয়োজন।’

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।