ভুটানের পর আসামকেও উড়িয়ে দিলো সাইফের যুব দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ভুটানের কেটি ইউনাইটেডের পর স্বাগতিক আসামকেও উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দল।

শুক্রবার গুয়াহাটিতে ড. টি আও নর্থ-ইস্ট ইন্টারন্যাশনাল এনইসি গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটির যুব দল ২-০ গোলে হারিয়েছে আয়োজক দলটিকে।

সাইফের যুব দল প্রথম ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল ভুটানের কেটি ইউনাইটেডের বিরুদ্ধে। শুক্রবার সাইফের গোল করেছেন তাজ ৪৮ মিনিটে ও জাকির ৬৫ মিনিটে।

১৫ লাখ রুপি প্রাইজমানির এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১ টি দল। এর মধ্যে ৮ টি ভারতের দল এবং অন্য তিনটি বাংলাদেশ, নেপাল ও ভুটানের।

দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। সাইফের যুব দল খেলছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ আসাম, ভুটান, অরুনাচল ও সিকিম।

‘বি’ গ্রুপে খেলছে নেপাল, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মনিপুর ও ত্রিপুরা।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।