‘কোটি টাকা’র পয়েন্ট পেল বিজেএমসি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা, নীলফামারী ও গোপালগঞ্জ মাতিয়ে নোয়াখালী গিয়ে মুখ থুবরে পড়লো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি বাজেটের দল বসুন্ধরা কিংস।

মঙ্গলবার শহীদ ভুলু স্টেডিয়ামে টানা ৫ ম্যাচ জেতা দলটিকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে স্বাগতিক বিজেএমসি। বসুন্ধরা কিংসের কাছ থেকে পাওয়া এক পয়েন্ট বিজেএমসির কাছে কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান।

বসুন্ধরা কিংসের দুই পয়েন্ট খোয়ানোর ম্যাচে চওড়া হাসি আবাহনীর খেলোয়াড়-কর্মকর্তাদের মুখে। দ্বিতীয় ম্যাচেই এই বসুন্ধরার কাছে নীলফামারীতে হেরে নতুন দলটির পেছন-পেছনে ছুটছিল ৬ বারের চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের মঙ্গলবারের ফল পয়েন্ট টেবিলে দুই দলের দূরত্বটা কমিয়ে দিলো। যদিও এক ম্যাচ বেশি খেলে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী (১৮ পয়েন্ট)। ৬ ম্যাচ খেলা বসুন্ধরা কিংস ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে।

এখনো কোন ম্যাচ না জেতা বিজেএমসির এই মূল্যবান পয়েন্ট অবশ্য তাদের বেশি উপরে ওঠায়নি। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের ১১ তম স্থানে। তবে তাদের এ ড্রটা জয়ের চেয়েও বেশি। বিশ্বকাপ খেলা ফুটবলার নিয়ে গড়া বসুন্ধরা কিংসের কাছ থেকে পয়েন্ট কেড়ে লিগের এখন পর্যন্ত বড় অঘটনের জন্ম দিয়েছে এ অফিসিয়াল দলটি।

নোয়াখালীর এই মাঠ নিয়ে আগের বিকেলেই অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অসকার ব্রুজোন। মঙ্গলবার ম্যাচের পর তো রাগে-ক্ষোভে জ্বলে উঠেন তিনি। কোচের অভিযোগ রেফারি পুরো সময় খেলাননি- চার মিনিট অতিরিক্ত সময় দিলেও আগেই শেষ বাঁশি বাজিয়েছেন।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।