দ্বিতীয় ম্যাচেও ড্র ইয়ংমেন্সের

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

দুই মৌসুম আগে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতেও প্রিমিয়ারে খেলেনি ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল। গত আসরে অংশ নিয়ে তারা লিগ শেষ করেছে চারে থেকে।

এবারের লিগে তেমন সুবিধা করতে পারছে না ইয়ংমেন্স ক্লাব। দুটি ম্যাচে অংশ নিয়ে দুটিই ড্র করেছে তারা।

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ট মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের একমাত্র ম্যাচে ইয়ংমেন্স ক্লাব গোলশূন্য ড্র করেছে অগ্রণী ব্যাংকের সঙ্গে। প্রথম ম্যাচে তারা ২-২ গোলে ড্র করেছিল স্বাধীনতা ক্রীড়া সংঘের সাথে।

একই পরিণতি অগ্রনী ব্যাংকেরও। তারা প্রথম ম্যাচে গোলশূণ্য ড্র করেছিল টিঅ্যান্ডটি ক্লাবের সঙ্গে। দুই ম্যাচে দুই দলের পয়েন্টই ২ করে।

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া পুরান ঢাকার দলটি আবার শীর্ষ লিগে ওঠার দৌড়ে ভালোভাবেই আছে।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।