হোম ভেন্যুতে বিজেএমসি-নোফেল লড়াইয়ে কেউ জেতেনি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামকে এবার হোম ভেন্যু বানিয়েছে বিজেএমসি ও নোফেল স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের নতুন এ ভেন্যুতে লড়াইটাও হয়ে গেলো দুই স্বাগতিকের মধ্যে। সে লড়াইয়ে কেউ হারেনি। গোলশূণ্য ড্র হয়েছে বিজেএমসি ও নোফেলের মধ্যেকার ম্যাচটি।

এ লড়াইয়ের আগে ৫ ম্যাচে ১ পয়েন্ট ছিল বিজেএমসির। সমান পয়েন্ট ছিল এক ম্যাচ কম খেলা নোফেল স্পোর্টিং ক্লাবেরও। দুই দল পয়েন্ট ভাগাভাগি করায় পড়ে থাকলো লিগ টেবিলের তলানীতেই। এক ম্যাচ কম খেলা নোফেল ১২তম স্থানে, বিজেএমসির অবস্থান ১৩তে।

প্রিমিয়ার লিগের এবারের আসরে এই দুই দলই কেউই জয়ের মুখ দেখেনি। জয় না দেখা আরেকটি দল রহমতগঞ্জ। নোফেল স্পোর্টিং ক্লাব এবার প্রিমিয়ার লিগে নবাগত। গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে উঠেছে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর মিলে গঠিত নতুন এ ফুটবল ক্লাবটি।

আরআই/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।