বসুন্ধরা কিংসের পাঁচে পাঁচ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

অভিষেক আসরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন বসুন্ধরা কিংসের, এখনও পর্যন্ত তা পূরণের সঠিক রাস্তায়ই আছে দলটি। লিগে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই এগিয়ে চলছে নবাগতরা। বৃহস্পতিবার ঘরের মাঠ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। বসুন্ধরা কিংসের এটি পাঁচ ম্যাচে টানা পঞ্চম জয়।

লিগে পয়েন্ট না হারানো একমাত্র দল বসুন্ধরা কিংস। নিজেদের পঞ্চম ম্যাচে জিততে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বিগ বাজেটের দলটিকে। পেনাল্টি গোলে ধরে রেখেছে জয়ের ধারাবাহিকতা। ব্যবধানসূচক গোলটি করেছেন কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার।

মাঝ মাঠ থেকে আলমগীর রানা লম্বা পাস দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোসকে। তিনি বক্সে বল ধরার চেষ্টা করতেই পেছন থেকে ফাউল করেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে গোল করেন বখতিয়ার।

পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস টেবিলের শীর্ষে। আবাহনীর পয়েন্ট ১৫ হলেও তারা এক ম্যাচ বেশি খেলেছে বসুন্ধরা কিংসের চেয়ে। ৬ ম্যাচে তৃতীয় হারে রহমতগঞ্জ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে।

আরআই/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।