পাওয়া গেল নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের বিমান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

সপ্তাহদুয়েক আগে গত ২১ জানুয়ারি ফ্রান্স ও কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে বহনকারী এক ইঞ্জিনের বিমানটি পাইলট ডেভিড ইবটসনসহ হুট করেই নিখোঁজ হয়ে গিয়েছে।

অনেক খোঁজাখুঁজির পরেও সালা কিংবা তার পাইলটের কোনো খোঁজ পায়নি অনুসন্ধানকারীরা। ঘটনার প্রায় ১৩ দিন পর তদন্ত কর্মকর্তারা দাবী করছে নিখোঁজ সেই বিমানটির খোঁজ পাওয়া গিয়েছে। ইংলিশ চ্যানেলের সমুদ্রতীরে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা গিয়েছে বলে দাবী করছে ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি)।

এএআইবির এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে বিমানটির খোঁজ পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই অক্ষত নেই বিমানটি। কিছু ধ্বংসাবশেষ চিহ্নিত করা সম্ভব হয়েছে।’

Sala--2

এ ব্যাপারে আজ (সোমবার) বিস্তারিত সংবাদ সম্মেলন করবে এএআইবি। এদিকে বিমানের খোঁজ পাওয়ার খবরে আরও ভেঙে পড়েন সালার বাবা হোরাসিও। তিনি বলেন, ‘আমি এখন কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না। সবকিছুই দুঃস্বপ্নের মতো মনে হয়।’

এএআইবি ছাড়াও সালার পরিবার কর্তৃক নিয়োগ দেয়া বেসরকারি অনুসন্ধান কোম্পানি ‘ব্লু ওয়াটার রিকভারিস’ এর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে সমুদ্র তীরে সালাকে বহনকারী ‘পাইপার পিএ-৪৬ মালিবু’ বিমানটি ধ্বংসাবশেষ চিহ্নিত করা গিয়েছে।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।