মেসির চোট নিয়ে বার্সার দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের মুখোমুখি যতবারই হয়েছেন, বার্সেলোনার হয়ে ততবারই আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। তবে আগামী সপ্তাহে কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচে রিয়ালের বিপক্ষে না-ও দেখা যেতে পারে বার্সা সুপারস্টারকে।

রিয়াল মাদ্রিদে এখন ক্রিশ্চিয়ানো রোনালদো নেই, পর্তুগিজ যুবরাজ চলে গেছেন জুভেন্টাসে। মেসি-রোনালদোর লড়াইটা তাই আর সচরাচর দেখা যায় না। এবার বোধ হয় এইসঙ্গে এই দুই তারকাকে ছাড়াই বার্সা-রিয়ালের ম্যাচ দেখতে হবে সমর্থকদের।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে বার্সেলোনা। ওই ম্যাচে দলের পক্ষে দুটি গোলই করেন মেসি। কিন্তু দুই গোলে পিছিয়ে পড়া দলকে বিপদ থেকে বাঁচালেও নিজে বিপদ থেকে বাঁচতে পারেননি।

৬৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের পরই ডান উরুতে চোট লাগে মেসির। আর্জেন্টাইন খুদেরাজ যদিও ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছেন, তবে দলের কোচ আরনেস্তো ভালভার্দে ম্যাচশেষে তার শঙ্কা ব্যক্ত করেছেন।

ভালভার্দে বলেন, 'আমার আশা, সে হয়তো খুব বেশি ব্যথা পায়নি। দেখা যাক, ডাক্তার কি বলেন। সেটা জানার পরই আসলে অবস্থা বোঝা যাবে।'

তবে বার্সা কোচের শঙ্কা, বুধবার কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের সেমিফাইনালে হয়তো খেলা হবে না মেসির।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।