দ্বিতীয়ার্ধেই বোর্নমাউথের কাছে ৪ গোল হজম চেলসির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

একটা অর্ধে কোনো গোল হলো না। আরেকটা অর্ধে রীতিমত মাটিতে লুটিয়ে পড়ল চেলসি। বুধবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে এএফসি বোর্নমাউথের কাছে ৪ গোল হজম করে বড় হার দেখেছে মাররিজিও সারির দল। ম্যাচটা তারা হেরেছে ৪-০ গোলেই।

অথচ প্রথমার্ধে গোল করার বেশ কয়েকটি সুযোগ ছিল চেলসির। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু পেদ্রোর ক্রস থেকে বল পেয়ে কোভাসিচ হেড নিলেও সেটা ফিরে আসে ক্রসবারে লেগে। প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করেন আসপিলিকুয়েতা ও আজারও।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় বোর্নমাউথ। ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন জসুয়া কিংস। সেই যে শুরু হয়েছে,তারপর আর থামেনি।

৬৩ মিনিটে এই কিংয়ের বাড়ানো পাস থেকে বল পেয়ে বাঁ পায়ে জোড়ালো শটে জাল কাঁপান ডেভিড ব্রুকস। ৭৪ মিনিটে কিংসের আরও এক গোল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অতিরিক্ত সময়ে এসে চেলসির কফিনে শেষ পেরেকটা ঠুকেন চার্লি ড্যানিয়েলস। ম্যাচ তখন প্রায় শেষের দিকে, অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিট চলছে। এমন সময়ে জর্ডন আইবের বাড়ানো ক্রসে ড্যানিয়েলস দারুণ এক হেডে গোল করেন।

এমএমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।