ঘরের মাঠ মাতাচ্ছেন কলিন্দ্রেসরা
হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম মাতিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আরো একটি সহজ জয় তুলে নিলো নবাগত বসুন্ধরা কিংস। আগের ম্যাচে আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর বুধবার কলিন্দ্রেসরা ২-০ ব্যবধানে হারিয়েছে তাদের সঙ্গেই প্রিমিয়ারে ওঠা আরেক দল নোফেল স্পোর্টিং ক্লাবকে।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল স্বাধীনতা কাপ চ্যাম্পিয়নরা। ২৩ মিনিটে কিরঘিস্তানের বখতিয়ারের বাড়ানো বল ধরে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন মতিন মিয়া। প্রিমিয়ার লিগে মতিনের এটি দ্বিতীয় গোল। আগের ম্যাচে আবাহনীর বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়ের একটি গোল ছিল সিলেটের এ যুবকের।
স্বাগতিক দল ব্যবধান দ্বিগুণ করে ৮৫ মিনিটে। এ মৌসুমে স্থানীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ইমন মাহমুদ বাবুর গোল করেন। মার্কোসের শট গোলরক্ষক ফিস্ট করলে ফিরতি বলে গোল করেন ইমন।
টানা ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। নোফেলের এটি দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচের দুটি হেরে পয়েন্ট টেবিলের সবার নিচে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা দলটি।
আরআই/এসএএস/এমএস