ময়মনসিংহ ডার্বি জিতলো আরামবাগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম হোম ভেন্যু আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং ক্লাবের। লিগের তৃতীয় রাউন্ডেই নিজেদের মাঠে মুখোমুখি হলো দুই দল। ময়মনসিংহ ডার্বি জিতে নিয়েছে মারুফুল হকের আরামবাগ। মঙ্গলবার নাইজেরিয়ান চিনেদুর একমাত্র গোলে ১-০ ব্যবধানে আরামবাগ হারিয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে।

রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম যেমন আরামবাগের হোম ভেন্যু তেমন ময়মনসিংহ হোম শহর দলের কোচ মারফুল হকের। যদিও দলের মাঠ আর নিজের শহরটিতে শুরুটা ভালো ছিল না দেশের অন্যতম এ সেরা কোচের। প্রথম ম্যাচে হেরেছিল শেখ রাসেলের কাছে।

তারপরই যেন নিজ শহর ভাগ্যটা বদলে দিলো মারুফুলের। দ্বিতীয় ম্যাচে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার পর মঙ্গলবার ঘরের প্রতিপক্ষকে হারিয়ে শুরুর হারের ধাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠলো আরামবাগ। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৭৫ মিনিটে জয়সূচক গোলটি পায় আরামবাগ।

আরামবাগ এ জয়টি ছিনিয়ে এনেছে ১০ জন নিয়ে। ৫৪ মিনিটে ডিফেন্ডার আরাফাত হোসেন লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেলে বাকি সময় একজন কম নিয়ে খেলেই হোটেলে ফিরে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে। তিন ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে আরামবাগ এখন টেবিলের দ্বিতীয় স্থানে।

পরপর দুই ম্যাচ জয়ের পর হারলে সাইফ স্পোর্টিং ক্লাব। অন্তত ড্র করলেও দলটি উঠে যেতো এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। হেরে আরামবাগের সমান ৬ পয়েন্ট নিয়ে নেমে গেলো ৫ নম্বরে।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।