আবার পয়েন্ট খোয়াল চট্টগ্রাম আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

প্রিমিয়ার লিগ শুরুটা জয় দিয়ে করলেও সে পথটা হারিয়ে ফেলেছে চট্টগ্রাম আবাহনী। আগের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করার পর একই পরিণতি হলো বিজেএমসির বিপক্ষে ম্যাচেও। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।

চট্টলার দলটির ড্র হারের সমান হলেও বিজেএমসির কাছে জয়ের মতো। পরপর দুই ম্যাচ হেরে বিজেএমসি এই প্রথম পয়েন্টের মুখ দেখলো। ড্র করতে পেরেই তারা বেজায় খুশি।

চট্টগ্রাম আবাহনী আগের মৌসুমে শক্তিশালী দল গড়ে কোনো রেজাল্ট না পেয়ে এবার মাঠে নেমেছে মাঝারি মানের দল নিয়ে। লিগের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারালেও তাদের খেলায় কোন ধার ছিল না।

সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টুর দল পরের দুই ম্যাচে হারালো ৪ পয়েন্ট। চট্টলার জায়ান্টরা ৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ষষ্ঠ স্থানে। মোহামেডান আর সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হারের পর ড্র করে তিন ম্যাচে ১ পয়েন্ট বিজেএমসির। টেবিলে তাদের অবস্থান ১০ নম্বরে।

আরআই/এসএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।