জয়ে ফিরলো আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

নীলফামারীতে বসুন্ধরা কিংসের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়া আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ালো সহজ জয়ে। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতের ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। আবাহনীর গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে। অন্যটি মুক্তিযোদ্ধার আত্মঘাতী।

আগের ম্যাচ দুই দলের ছিল দুইরকম ফল। আবাহনীর বড় হারের দিনই গোপালগঞ্জে বড় জয় পেয়েছিল মুক্তিযোদ্ধা। গতবারের রানার্সআপ শেখ জামালকে ৩-০ গোলে হারিয়ে চমক দেখানো মুক্তিযোদ্ধা এ ম্যাচে সুবিধা করতে পারেনি।

শেখ জামালের বিরুদ্ধে হ্যাটট্রিক করা আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামুসা আত্মঘাতী গোল করে পিছিয়ে দেন দলকে। ৩০ মিনিটে রায়হান হাসানের থ্রোইং ক্লিয়ার করতে গিয়ে এ অঘটন ডেকে আনেন লিগের প্রথম হ্যাটট্রিক করা এ ফরোয়ার্ড।

৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। বাম দিক থেকে বেলফোর্ট পাস দিলে সানডে বাঁকানো শটে কাঁপান মুক্তিযোদ্ধার জাল। তিন ম্যাচে ৬ পয়েন্ট আবাহনীর। সমান ম্যাচ মুক্তিযোদ্ধার পয়েন্ট ৩।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।