এবার বার্নলিকে ৫ গোল দিল ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ এএম, ২৭ জানুয়ারি ২০১৯

কিছুতেই যেন গোলের ক্ষুধা মিটছে না ম্যানসিটির। প্রতিপক্ষ যেই হোক তাকে যেন দুমড়ে মুচড়ে দেওয়াই যেন প্রধান লক্ষ্য পেপ গার্দিওলার ম্যান সিটির। এবার ঘরের মাঠে এফএ কাপের তৃতীয় রাউন্ডে বার্নলিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারালো তারা। এই নিয়ে শেষ ৫ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে জড়িয়েছে ২৮টি গোল!

ঘরের মাঠ ইতিহাদে বার্নলির বিপক্ষে শক্তিশালী একাদশই নামায় সিটিজেনরা। ২৩ মিনিটের গোলের সূচনা করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস। দানিলোর ক্রস থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন তিনি। শেষ ৫ ম্যাচে এটি তার ৮ম গোল।

প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের পসরা সাজিয়ে বসে সিটি। ৫২ মিনিটে ডি ব্রুয়েনের পাশ থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বার্নার্দো সিলভা। ৬১ মিনিটে সিটিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ডি ব্রুয়েন।

৭৩ মিনিটে বার্নলির ফুটবলার লং নিজেদের জালেই বল জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ম্যাচের ৮৫ মিনিটে সিটিজেনদের হয়ে পেনাল্ট থেকে শেষ গোলটি করে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা সার্জিও আগুয়েরো।

আরআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।